২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:৫২:৫৬ অপরাহ্ন
বাঘায় পদ্মার চরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৩
বাঘায় পদ্মার চরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর বাঘায় পদ্মার চরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দিদার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।


দিদার হোসেন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে কালিদাসখালী আম বাগান চরের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।


রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। সকালে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাঠাখালি নামক স্থানে পৌছলে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়ে প্রতিবেশি ও চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম নিশ্চিত করে বলেন, তার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে। ছেলের সাথে থাকেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মৃত্যু হয়েছে।


শেয়ার করুন