টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টেস্টে মর্যাদা পাওয়ার ২২ বছর হতে আর মাত্র ৫ মাস বাকি। লম্বা সময় ধরে খেলেও সাদা পোশাকের ক্রিকেটটা সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশ। টেস্টে ভালো খেলার যোগ্যতা প্রমাণের এখই সুযোগ বলছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হওয়া অ্যান্টিগা টেস্ট থেকে বাংলাদেশের উত্তরণ দেখতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসান বলেছেন, টেস্টে সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলিনি। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। এখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো শুরু হবে।
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ৫৫৬, ঢাকা, ২০১২
উইন্ডিজ ৬৪৮/৯ ডিক্লেয়ার খুলনা, ২০১২
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৪৩
অ্যান্টিগা, ২০১৮
উইন্ডিজ ১১১, ঢাকা, ২০১৮
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ৮৫৩
তামিম ইকবাল
উইন্ডিজ ৮৯৭
শিবনারায়ণ চন্দরপল
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
বাংলাদেশ ১৩৬, মাহমুদউল্লাহ, ঢাকা, ২০১৮
উইন্ডিজ ২৬১* রামনরেশ সারওয়ান, কিংসটন, ২০০৪
সবচেয়ে বেশি সেঞ্চুরি
বাংলাদেশ ২, মুমিনুল হক
উইন্ডিজ ৪, চন্দরপল
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ১৮৪, মাহমুদউল্লাহ ও আবুল হাসান, খুলনা, ২০১২
উইন্ডিজ ৩২৬, ব্রাভো ও স্যামুয়েলস, খুলনা, ২০১২
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৪৬, সাকিব
আল হাসান
উইন্ডিজ ৩৪, কেমার রোচ
ইনিংসসেরা বোলিং
বাংলাদেশ ৭/৫৮, মেহেদী হাসান মিরাজ, ঢাকা, ২০১৮
উইন্ডিজ ৬/৩, জার্মেইন
লসন, ঢাকা, ২০০২
ম্যাচসেরা বোলিং
বাংলাদেশ ১২/১১৭, মেহেদী হাসান মিরাজ, ঢাকা, ২০১৮
উইন্ডিজ ১১/১০৩, জেসন হোল্ডার, কিংসটন, ২০১৮
সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ ২১, মুশফিকুর রহিম
উইন্ডিজ ২০, দিনেশ রামদিন
সবচেয়ে বেশি ক্যাচ
বাংলাদেশ ৯, মাহমুদউল্লাহ
উইন্ডিজ ১৩, ড্যারেন স্যামি