২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:১৬:৫৮ অপরাহ্ন
রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রিন্টুর মনোনয়নপত্র উত্তোলন
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৩
রাজশাহী-৬ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রিন্টুর মনোনয়নপত্র উত্তোলন

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির আহবায়ক সামসুদ্দিন রিন্টু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় পার্টির নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করে।


এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য শাহ আলম বাদশা বুরন, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, বাঘা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, জেলা যুবসংঘতির সাধারণ সম্পাদক আব্দুল হাদি প্রমুখ।


এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, এ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সামসুদ্দিন রিন্টুসহ জাকের পার্টির মনোনীত প্রার্থী রিপন আলী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস মনোনয়নপত্র উত্তোলন করেছেন।


বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ নম্বর আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৬০১ জন।


শেয়ার করুন