০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪১:৩৬ অপরাহ্ন
মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৩
মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মোহনপুর থানার উপপরিদর্শক দেবাষিশ, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, আল-আমীন বিশ^াস, হযরত আলী, বাবলু হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল।


সভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পূর্ণ করা ও বাজার মনিটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।


শেয়ার করুন