০৬ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৩:১০:২৭ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে সাবেক ছাত্রনেতাদের শ্রদ্ধা
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৩
শহীদ বুদ্ধিজীবী দিবসে সাবেক ছাত্রনেতাদের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে নগরীর টি বাধ এলাকার বদ্ধভুমি স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেন।


শহীদদের স্মরণে তারা এক মিনিট নিরাবতা পালন করেন।


শ্রদ্ধা নিবেদনের সময় সাবেক ছাত্রনেতা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, শাহরিয়ার রহমান সন্দেশ, হাবিবুর রহমান বাবু, মিরাজুল ইসলাম মেরাজ, কামরান হাফিজ ইয়ামিন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন