১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:৪৮:৪৩ পূর্বাহ্ন
নিজেদের কমান্ডারদের ওপর চড়াও হচ্ছে রাশিয়া!
রাজশাহী নিউজ ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২২
নিজেদের কমান্ডারদের ওপর চড়াও হচ্ছে রাশিয়া!

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে প্রত্যাশা অনুযায়ী সফলতা না পাওয়ায় রাশিয়া তাদের অন্তত ছয়জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পদাবনতি,বরখাস্ত বা আটক করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগ টেলিগ্রামে এ ব্যাপারে বলেছে, আসন্ন রাজনৈতিক ও অপরাধমূলক দায়বদ্ধতার পরিণতি কমাতে, রাশিয়া তাদের সকল ব্যর্থতা ও হারের দায় হামলা করা সেনা ও ইউনিটের কমান্ডারদের ওপর চাপাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগ কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া যুদ্ধজাহাজ মস্কভার কমান্ডার ইগোর ওসিপোভের কথা উল্লেখ করেছে।

তারা জানিয়েছে, এ জাহাজ ডুবির দায় দেওয়া হয়েছে কমান্ডার ইগোর ওসিপোভের ওপর। এর দায় দিয়ে তাকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে।

এপ্রিলের মাঝামাঝিতে ইউক্রেনের করা নেপচুন মিসাইল হামলায় রাশিয়ার বিশাল এ রণতরী সাগরের অতল গভীরে তলিয়ে যায়।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজ সেনাদের ওপরই রাশিয়ার চড়াও হওয়ার যে তথ্য দিয়েছে সেটির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

শেয়ার করুন