২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:৪৪:৩৬ অপরাহ্ন
গোমতীর বাঁধ ভেঙ্গে প্লাবিত ৫ ইউনিয়নের অধিকাংশ গ্রাম
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৪
গোমতীর বাঁধ ভেঙ্গে প্লাবিত ৫ ইউনিয়নের অধিকাংশ গ্রাম

কুমিল্লার গোমতীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার ৫ ইউনিয়নের অধিকাংশ গ্রাম। তবে রাতে বাঁধ ভাঙ্গার কারণে অধিকাংশ লোকজন ঘর বাড়িতে আটকা পড়েছে। জেলা সদরের সাথে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসব তথ্য জানান বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। 

তিনি বলেন,  বাঁধ রাতে ভেঙ্গেছে, তাই  ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন-ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশিমুল ও রাজাপুর ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নের গ্রামগুলি পানিতে প্লাবিত হচ্ছে। ভোরে ভাঙন এলাকায় রওয়ানা দিয়ে রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে। প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 

শেয়ার করুন