বলিউড সুপারস্টার সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পাঁজরে পাওয়া ব্যথা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন ৫৮ বছর বয়সী অভিনেতা সালমান খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পাঁজরে ব্যথায় কষ্টে পাচ্ছেন সালমান খান। সম্প্রতি বাচ্চাদের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।
অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, সেখানে যখন সোফা থেকে উঠতে যান, রীতিমতো কষ্ট করতে হয় তাকে। একেবারে সোজা হয়ে দাঁড়ানোর মতো ক্ষমতাও তার মধ্যে ছিল না।
এসময় অনুষ্ঠানের হোস্টকে বলতে শোনা যায়, পাঁজরের হাড়ে আঘাত পেয়েছেন তিনি। তবে অত কষ্ট থাকা সত্ত্বেও, তিনি আসেন সেই অনুষ্ঠানে।
এদিকে প্রিয় অভিনেতার ভিডিও দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ভিডিওতে নেটিজেনরা অভিনেতা প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, ‘আহত সিংহ’।