২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:১৭:৫১ অপরাহ্ন
শুল্ক প্রত্যাহারের পরও প্রভাব নেই বাজারে, দায়ী কে?
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
শুল্ক প্রত্যাহারের পরও প্রভাব নেই বাজারে, দায়ী কে?

শুল্ক প্রত্যাহারের পরও বাজারে আলু এবং পেঁয়াজের মূল্যে খুব বেশি প্রভাব পড়েনি। আলু-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমবে বলে দেশের মানুষের মনে যে আশা জেগেছিল-তাতে ধুলো জমতে শুরু করেছে। মানুষ তাদের অর্থকষ্টের কারণে বাজারে পণ্যমূল্য কমানোর বিষয়ে বারবার তাগিদ দিচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এখন সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা গড়ে উঠবে এবং তাদের ওপর বাড়তি অর্থ হাতিয়ে নেওয়ার জুলুম কমবে।


এদিকে, আলু ও পেঁয়াজের পর এবার কমানো হচ্ছে চিনির ওপর আরোপিত শুল্ক। এক্ষেত্রে ‘রিয়েল শুল্ক’ হার ৩০ শতাংশ থেকে কমিয়ে সম্ভাব্য ১৫ শতাংশ নির্ধারণ হতে পারে, অর্থাৎ ১৫ শতাংশ শুল্ক কমতে পারে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টার সায় পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এ নিয়ে কাজ শুরু করেছে সংস্থাটি। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। এর পাশাপাশি বাজারে মূল্য কমাতে অন্যান্য নিত্যপণ্যের শুল্ক ও কাস্টমস ডিউটি কাঠামো যৌক্তিকরণ করতে পর্যালোচনা শুরু এনবিআর। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

শেয়ার করুন