২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২৭:০৭ অপরাহ্ন
ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়ায় ক্ষুব্ধ ব্রাজিলিয়ান কোচ
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৪
ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না দেওয়ায় ক্ষুব্ধ ব্রাজিলিয়ান কোচ

ব্রাজিলিয়ানরা অনেকটা ধরেই নিয়েছিল এবার ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিনির মাধ্যমে দীর্ঘ দিন ব্যালন ডি’অরের স্বাদ না পাওয়া ব্রাজিলিয়ানদের অপেক্ষার অবসান হবে। তবে সোমবার প্যারিসে হয়েছে তার উল্টো। ভিনি নয় ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটিতে খেলা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।


ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার পর থেকেই যা নিয়ে এখন হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। ভিনির ব্যালন ডি’অর না জেতা মানতে পারছেন না ব্রাজিলিয়ানরা। দলটির কোচ দরিভাল জুনিয়র তো জানিয়েই দিয়েছেন এটা ‘অন্যায়’।


২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সে জন্য গতকাল রিও ডি জেনিরোয় ভিনিকে রেখে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন দরিভাল। এসময় ভিনির ব্যালন ডি’অর নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন দরিভাল।


ব্রাজিলিয়ান কোচ বলেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’


দরিভাল এরপর বলেছেন, ‘যে এই পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে। কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সে জন্য তার অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’


শেয়ার করুন