শখের কেনা নতুন বাড়ি থেকে ভারতে জোরপূর্বক এক মুসলিম দম্পতিকে উচ্ছেদের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মোরাদাবাদের একটি অভিজাত আবাসিক এলাকায় একটি বাড়ি কেনার পর হিন্দুত্ববাদীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলাে যখন সরব, ঠিক সে সময় এ ঘটনা সামনে এলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মোরাদাবাদের পস টিডিআই সিটিতে মুসলিম পরিবারকে বাড়ি বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু প্রতিবেশীরা প্রতিবাদ শুরু করেন।
এক ভিডিওতে মেঘা অরোরা নামে প্রতিবাদকারীদের একজন বলেন, আমাদের মন্দিরের সামনে কোনো মুসলিম পরিবারকে আমরা সহ্য করতে পারি না। এটি আমাদের নারীদের নিরাপত্তার প্রশ্ন।
তিনি দাবি করেন, বাড়ির বিক্রয় বাতিল করতে হবে এবং মুসলিম পরিবারকে এলাকা ছেড়ে যেতে হবে।
শুক্রবার বাড়ির সাবেক মালিক ডা. অশোক বাজাজ জানান, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছে। মুসলিম দম্পতি তাদের বাড়ি পুনরায় হিন্দু পরিবারের কাছে বিক্রি করে দেবেন।