২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৩:৪৮ অপরাহ্ন
আত্মগোপনে থাকা মানিকগঞ্জ আ.লীগ নেতা ঢাকায় গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৪
আত্মগোপনে থাকা মানিকগঞ্জ আ.লীগ নেতা ঢাকায় গ্রেফতার

আত্মগোপনে থাকা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।



রোববার সকালে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুমিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



হরিরামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবকে শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিমের সহায়তায় হরিরামপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।



হরিরামপুর থানার এসআই এমদাদুল হক বলেন, ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় দেওয়ান আব্দুর রবকে ২৯ অক্টোবর হরিরামপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।



থানা সূত্র জানায়, ২০২২ সালের ৩০ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় চলতি বছরের ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল।



ওই মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।



হরিরামপুর থানার ওসি মুমিন খান জানান, ঢাকা থেকে গ্রেফতারের পর রাতেই তাকে হরিরামপুর থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন