২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:২৪:১৭ পূর্বাহ্ন
রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে গান-বাজনা করা যাবে না
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৪
রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে গান-বাজনা করা যাবে না

আগামী ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান কিংবা বাড়ির ছাদে গান-বাজনা করা যাবে না। কোনোরকম বাদ্যযন্ত্র এবং ডিজে পার্টিও করা যাবে না। আতশবাজি, ফানুস ওড়ানো কিংবা পটকাও ফুটানো যাবে না। এসব ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায়  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় শহরের বার ও মদের দোকানগুলোও বন্ধ রাখতে হবে। দেশি ও বিদেশি মদ, স্পিরিট, অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, রাস্তায় মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভটিজিংকারী উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আরএমপি।

শেয়ার করুন