বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। সেইদিনেই সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন তিনি। দেশটিতে পরিবারসহ রাজনৈতিক আশ্রয়ে তারা আছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়।
এরপর রোববার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি মস্কো ছেড়ে ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন।
জেরুজালেম পোস্ট বলছে, আসমা মস্কোয় নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে রাশিয়ার আদালতে আসমা আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। ব্রিটেন ও সিরিয়ার নাগরিক আসমার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে।
তবে গতকাল সোমবার এসব খবর নিয়ে ভিন্ন বার্তা দিয়েছে রাশিয়া। দেশটির মুখপাত্র বলেছেন, এ খবরের সত্যতা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, না, বাস্তবতার সঙ্গে এসব মেলে না।
এ ছাড়া আসাদের চলাফেরা মস্কোয় সীমাবদ্ধ রাখা হয়েছে ও তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে রোববার যে খবর বেরোয়- তাও নাকচ করে দিয়েছেন দিমিত্রি পেসকভ।