০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ১১:৪৯:৩৮ অপরাহ্ন
মেলোনির সঙ্গে সিনেমা দেখে যা বললেন ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৫
মেলোনির সঙ্গে সিনেমা দেখে যা বললেন ট্রাম্প

শনিবার ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এখনও দায়িত্ব বুঝে পাননি। তবে এরই মধ্যে তার সঙ্গে একাধিক বিদেশি নেতা দেখা সাক্ষাৎ করেছেন। তাতে নতুন সংযোজন হলো মেলোনির নাম।

রোববার ভোরে মেলোনির কার্যালয় থেকে পাঠানো ছবিতে দেখা যায়, মার-এ-লাগোর প্রবেশপথে এবং একটি রিসেপশন রুমে ক্রিসমাস ট্রির পাশে ট্রাম্প এবং মেলোনি আলাপ করছেন। মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ট্রাম্প মেলোনিকে ‘অসাধারণ এক নারী’ বলেও আখ্যা দিয়েছেন।

মেলোনি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘তিনি সত্যিই ইউরোপ এবং অন্য সবার উপর অনেক বড় প্রভাব ফেলেছেন। আমরা আজ কেবল একসঙ্গে রাতের খাবার খাচ্ছি।’ 

মার্কিন গণমাধ্যম জানাচ্ছে, এই দুই নেতা একসঙ্গে রাতের খাবার খেয়েছেন এবং ‘দ্য ইস্টম্যান ডিলেমা: ল’ফেয়ার অর জাস্টিস’ নামে একটি প্রামাণ্যচিত্র দেখেছেন। এই চলচ্চিত্রটি এক আইনজীবীর উপর কেন্দ্র করে নির্মিত, যিনি ২০২০ সালের মার্কিন নির্বাচন ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টানোর চেষ্টার জন্য অভিযুক্ত হয়েছিলেন।

রোববার ইতালির সব পত্রিকার প্রথম পাতায় ছিল এই দুই বিশ্বনেতার ছবি। মেলোনি ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানসহ আরও অনেক বিদেশি নেতা ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। 

ট্রাম্পের কঠোর আমদানি শুল্কনীতির প্রতিশ্রুতি ইউরোপসহ অন্যান্য অর্থনৈতিক বন্ধু রাষ্ট্রগুলোকে সম্ভাব্য বাণিজ্যিক প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে বাধ্য করছে। এদিকে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইলন মাস্ক জার্মানি ও যুক্তরাজ্যের সরকার নিয়ে সামাজিক এবং প্রচলিত মিডিয়ায় সমালোচনা করেছেন। একই দিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মাস্কের ‘অনিয়ন্ত্রিত’ মন্তব্যের জন্য নিন্দা জানান।

মেলোনির এই সফর এমন সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চার দিনের সফরে রোম যাচ্ছেন। সেখানে তিনি মেলোনি এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সংবাদ সূত্র অনুযায়ী, উপস্থিত ছিলেন ট্রাম্পের আগত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং সেক্রেটারি অফ স্টেট পদে প্রস্তাবিত সিনেটর মার্কো রুবিও। তবে মেলোনি এবং ট্রাম্পের কার্যালয় থেকে এই সফর নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন