১৬ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ১২:০৫:১০ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনি থেকে ৬০ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ বুধবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।


জানা গেছে, জোহানেসবার্গ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্টিলফন্টেইনের এই খনিতে ১০০ জনেরও বেশি লোক মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের দ্বিতীয় দিনে অবৈধ খনি থেকে মোট ১০৬ জনকে জীবিত উদ্ধার কর করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আগের দিন মঙ্গলবার ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


খনিটি ভূগর্ভের ২ দশমিক ৬ কিলোমিটার গভীরে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সেনজো মাচুনু মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে কতজন শ্রমিক থাকতে পারে, তা অনুমান করতে অস্বীকৃতি জানান।


পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ স্টিলফন্টেইনে ১ হাজার ৫০০ জনেরও বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করেছে।


মাঝে কর্তৃপক্ষ খনিতে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। যাতে শ্রমিকদের জোর করে তাড়িয়ে দেওয়া যায়।


কিন্তু নভেম্বরে একটি আদালত আদেশ দেয়, পুলিশকে খনিতে সমস্ত বিধিনিষেধ তুলে নিতে হবে, যাতে মাটির উপরে থাকা লোকেরা নিচের লোকদের জন্য খাবার এবং পানি সরবরাহ করতে পারে।


শেয়ার করুন