রাজশাহীতে শতবর্ষী পুকুর ভরাট রক্ষায় প্রতিবাদী মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টায় নগরীর রামচন্দ্রপুর বাসার রোড এলাকায় ভরাট হওয়া পুকুর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এসে পূনরায় মানববন্ধন করে শেষ হয়।
আন্দোলনকারী জানান, রাজশাহী নগরীতে এখন হাতে গোনা কয়েকটি পুকুর রয়েছে। এর মধ্যে শত বছরের ঐহিত্যবাহী বিহারী বাবুর পুকুর অন্যতম। সেই পুকুর ভরাট করতে রাতের আধারে বালি ফেলছে প্রভাবশালী একটি চক্র। রাসিকে এলাকায় কোন পুকুর ভরাট করা নিষেধ থাকলেও আইন অমান্য করে রাতের আধারে পুকুর ভরাট করছে তরা।
আন্দোলনকারীরা,পুকুর ভরাট বন্ধে রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেছে এলাকাবাসীর পক্ষ থেকে।