কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মেম্বারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে দৌলতপুর বিএনপির আহবায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের পদ থেকে বহিষ্কার করেন।
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. লিয়াকত আলী মেম্বারকে বহিষ্কার করা হলো। দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল এর নির্দেশক্রমে সাংবাদিকদের এ তথ্য প্রেরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শের আলী সবুজ।
এর আগে রোববার ভোরে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লিয়াকতের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ও নগদ প্রায় ২০ লক্ষ টাকা সহ লিয়াকতের স্ত্রী ও ছেলে কে আটক করে আইনের আওতায় নিয়েছে।
ঠিক তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লিয়াকত আলীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজ অফিস কক্ষে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের এক মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও টি সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।