২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০২:৫৩:৪৫ পূর্বাহ্ন
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর রাজপাড়া থানা কার্যালয়ের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর রাজপাড়া থানা কার্যালয়ের উদ্বোধন

"হে প্রিয় হাবিব আপনি বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে" আল কুরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর জামায়াতের রাজপাড়া থানা কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজশাহীর রাজপাড়া থানার  ডিঙ্গাডোবা মোড়ে রাত :৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে রাজশাহী মহানগরীর আমির . মাওলানা কেরামত আলী এই কার্যালয় অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নগরীর আমীর কেরামত আলী বলেন, বহু উত্থান পতনের পরে আমরা আজ একসাথে এই মিলন মেলায় উপস্থিত হয়ে বেশ আনন্দিত। আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে আমাদের দেশের প্রায় সকল অফিস বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর আমাদের প্রাণকেন্দ্র রাজপাড়া থানায় আবারও থানা অফিসের কার্যালয় পেলাম। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজের পকেটের টাকা খরচ করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। কোন চাঁদাবাজি বা অবৈধভাবে দখলদারিত্ব করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চলে না। আপনারা পাশে থাকলে আগামী দেশ হবে ইসলাম এবং কোরআনের বাংলাদেশ বলেও জানান তিনি।

 

এদিকে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার শাসনামলে মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। বিভিন্নভাবে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। এতো নির্মমভাবে গণহত্যা চালিয়েও কাউকেই দমিয়ে রাখতে পারেনি। তিনি আরও বলেন, ২০১০ সালে জামায়াতের রোকন ছিলো ৩০ হাজার অথচ ২০২৫ সালে রোকনের সংখ্যা বেড়ে লক্ষ হাজারেরও বেশি হয়ে গেছে। আগামী নির্বাচনে আমরা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করবো না বরং ইসলামকে প্রতিষ্ঠিত করবো বলেও জানান তিনি।

 

রাজশাহী মহানগর রাজপাড়া থানার জামায়াতের আমির নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগরী সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুল ইসলাম সুইট, প্রচার   মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমনসহ জেলা নগরীর অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন রাজপাড়া থানা সেক্রেটারি মাহবুবুর রহমান।

শেয়ার করুন