বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে এবার ফুলেরা গ্রামে সেখানকার বিখ্যাত অধিবাসীদের সঙ্গে দেখা গেল। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি ‘পঞ্চায়েত’ নির্মাতারা পোস্ট করেছেন। এরপরই ছবির ক্যাপশনে তারা লিখেছেন— দেখ দেখ, ফুলেরায় কে এসেছেন? ঝটিকা সফর হলেও গুরুত্বপূর্ণ কাজের কথা হয়েছে।
সেসব ছবি দেখে সিনেমাপ্রেমী দর্শক ও নেটিজেনরা এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু করেছেন। তাদের ধারণা— এবার তাহলে পঞ্চায়েত ৪-এ দেখা যাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। তবে এ বিষয়ে পঞ্চায়েত নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে পঞ্চায়েত সিরিজের নির্মাতাদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, বিকাশ ও প্রহ্লাদ চাচার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বিগবি অমিতাভ বচ্চন। আরেক ছবিতে বিধায়কজির সঙ্গে বসে রয়েছেন শাহেনশাহ।
উল্লেখ্য, গ্রামীণ জীবনের পটভূমি নিয়ে নির্মিত ‘পঞ্চায়েত ৩’ সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার দর্শকদের সেই আগ্রহের কথা চিন্তা করে নির্মাতারা গত বছরেই শুরু করেছেন পঞ্চায়েত ৪-এর শুটিং।
দেখে গেছে, গত বছর ‘পঞ্চায়েত ৪’ শুটিং সেট থেকে অ্যামাজন প্রাইম ভিডিও সামাজিক মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেছিলেন নির্মাতারা। একটিতে দেখা গেছে— ফুলেরা গ্রামের ক্ষেতের ধার ধরে বাইক চালাচ্ছেন সচিবজি, পেছনে বসে বিকাশ। কোনো কথায় দুজনেই হাসছেন। অন্য ছবিটিতে দেখা গেছে, গ্রামের মেঠোপথে বাইক দাঁড় করিয়ে রেখে উপপ্রধান প্রহ্লাদ চাচা বিকাশের সঙ্গে জরুরি আলোচনায় ব্যস্ত সচিবজি। এবং এক মনে সব কথা শুনছেন প্রধানজি।