বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন-২০২৫ রাজশাহী মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নওহাটা গার্ল স্কুলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডঃ মাওলানা কেরামত আলী এবং প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক খায়রুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সিনিয়র সহ সভাপতি সরকার নাহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম প্রমুখ।
প্রধান মেহমান কেন্দ্রীয় সভাপতি ২০২৫-২০২৬ সেশনের গোলাম মোস্তফা মুকুলকে সভাপতি এবং আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।