০৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ১২:০৬:৩৮ পূর্বাহ্ন
না খেলেই বরিশালের লঞ্চে উঠছেন নিশাম!
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৫
না খেলেই বরিশালের লঞ্চে উঠছেন নিশাম!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনাল হয়ে গেলো গতকাল শুক্রবার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ফাইনালে গতকাল মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস। 


এদিন শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগংকে ৩ বল আগেই ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। 


গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচের আগে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে নিয়ে আসে ফরচুন বরিশাল। উদ্দেশ্য ছিল দলের কোনো ক্রিকেটার অনুশীলন বা ম্যাচে যদি কোনো কারণে চোটাক্রান্ত হন, তাহলে জিমি নিশামকে মাঠে নামানো হবে। বাড়তি সতর্কতার জন্যই এমনটি করেন অধিনায়ক তামিম। এক ম্যাচের জন্য খেলতে এসে সাইড বেঞ্চে বসে থাকতে হয় কিউই তারকাকে।


অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালের আগের দিন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এবারের আসরে চ্যাম্পিয়ন হলে ট্রফি আর পুরো দল নিয়ে লঞ্চে বরিশালে ঘুরে আসবেন। যদি তাই হয়; জিমি নিশামও তামিমের সঙ্গে লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা। 


মাত্র এক ম্যাচের জন্য নিউজিল্যান্ড তারকাকে আনা প্রসঙ্গে বরিশালের অধিনায়ক তামিম জানিয়েছেন, আমাদের যে বিদেশি স্কোয়াড, একজন আছে পেসার (জিমি নিশাম)। যদি কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডারের কালকে (পরশু) ট্রেনিংয়ে বা আজকে (কাল) ওয়ার্মআপে কারও যদি কোনো ব্যথা লাগত; কেউ ছিল না রিপ্লেস করার মতো। সেজন্য তাকে নিয়ে আসা হয়েছে।


পারিশ্রমিক দিয়ে জিমি নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে বিমানে উড়িয়ে এনে ম্যাচ না খেলানোয় হতাশ নন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। কারণ তার দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। 


নিশামের প্রতি সহমর্মিতা জানিয়ে তামিম বলেছেন, নিশাম যেকোনো দলে খেলা ডিজার্ভ করে। বিশেষত বিপিএলে যেকোনো দলে খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে- যে খেলোয়াড়রা গত সাত–আটটা ম্যাচ ধরে খেলেছে, উইকেট ও প্রতিপক্ষকে তারা বুঝতে পারে; কারণ চিটাগংয়ের সঙ্গে আমাদের খুব কম সময়ে তিনটা খেলা হয়েছে, সঙ্গে উইনিং কম্বিনেশন। আমি খুব পরিষ্কার ছিলাম যে, (কেউ চোটাক্রান্ত না হলে) উইনিং কম্বিনেশন বদলাব না।


শেয়ার করুন