১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ০১:০৮:২৭ পূর্বাহ্ন
সেমি নিশ্চিতের পর ফেসবুকে যা লিখলেন মেসি
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৫
সেমি নিশ্চিতের পর ফেসবুকে যা লিখলেন মেসি

হ্যাভিয়ের মাসচেরানো পইপই করে জানিয়েছিলেন, ‘গোল খাওয়া যাবে না, দিতে হবে।’ লস এঞ্জেলসের অবশ্য ম্যাচের গুণ শুরুতেই টেনে নেয়। বড় ভুল করে বসে ইন্টার মিয়ামি। কোচের যখন মাথায় হাত তখন ত্রাতা হয়ে আসেন লিওনেল মেসি। পায়ের ম্যাজিক দেখান। গোল করেন, সতীর্থ দিয়ে করান, পেনাল্টিতেও দেন মাপা শট। তাতেই রক্ষে।


ছিটকে যাওয়ার শঙ্কা সরিয়ে সেমিফাইনালও নিশ্চিত করে বসে মিয়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটের প্রথম লেগে হেরে গিয়েছিলেন মেসিরা। দ্বিতীয় লেগে শুধু জিতলেই হতো না, নিদেনপক্ষে দুটো গোল করতে হতো। সেই ব্যবধান আরও বেড়ে যায় নবম মিনিটে। তবে মেসি ব্রিগেড ভুল করেনি। দারুণ দক্ষতায় জয় তুলেছে ৩-১ ব্যবধানে। দুই লেগে ৩-২ ব্যবধানে সেমি।



এমন কামব্যাকের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। নিজের ভেরিফায়েড ফেসবুকে এলএএফসি বধের কয়েকটি ছবি ছেড়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভামোস।’ উত্সাহ বা উত্তেজনা প্রকাশ করার জন্য শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ ‘সামনে চলো।’


ম্যাচ শেষে মেসির স্তুতি গেয়েছেন মিয়ামি কোচ মাসচেরানো, ‘ফুটবলে কিছু পাওয়া বাকি নেই মেসির। ইতিহাসের সেরা খেলোয়াড় সে। কিভাবে লড়াই করতে হয় তার উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে মেসি। শেষদিন পর্যন্ত সে খেলতে নামে জেতার লক্ষ্যে, সে অসম্ভব কিছুও করে বসে। এটা চাওয়ার কিছু নয়, তার সক্ষমতা আছে, তার সেই গুণ আছে।’


এদিন খেলার শুরুতেই এলএএফসির হয়ে গোল করে বসেন অ্যারন লং। ১০ মিনিটে তার করা এই গোলে মিয়ামি ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তখন মনে হচ্ছিল, মিয়ামির পক্ষে ফিরে আসা বুঝি কঠিনই হবে। তবে মেসি ছিলেন দারুণ ছন্দে, মিয়ামির কাজটা সহজ হয়ে গেল শেষতক সে কারণেই।


শেয়ার করুন