০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৩:২৬:২৮ অপরাহ্ন
শাহীন-রউফ বিনা কারণে ভারতীয় ব্যাটারদের গালি দিয়েছেন—দাবি যুবরাজের বাবার
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৫
শাহীন-রউফ বিনা কারণে ভারতীয় ব্যাটারদের গালি দিয়েছেন—দাবি যুবরাজের বাবার

ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা বরাবরই তীব্র হয়ে থাকে, হোক সেটা মাঠে কিংবা মাঠের বাইরে। এশিয়া কাপ ফাইনালের আগে সেই উত্তাপ এবারও চোখে পড়েছে।


সুপার ফোরে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের সঙ্গে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফকে তর্কে জড়াতে দেখা যায়। এই ঘটনার পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সাবেক পেসার ও কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।


এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেন, ‘ভারতীয় ব্যাটাররা কেবল নিজেদের খেলায় মনোযোগী ছিলেন, কাউকে উসকে দেননি। পাকিস্তানি পেসাররা হতাশা থেকেই বাজে মন্তব্য শুরু করেছিলেন।’


তিনি আরো বলেন, ‘আমি সবসময় আমার দেশের পাশে আছি। আমি আমার দেশের নাগরিক।


কেউ যদি আমার দেশের বিরুদ্ধে কিছু বলে, আমি তা মেনে নেব না। তবে খেলোয়াড়দের সম্মান করা উচিত। যদি আপনার দেশ আমাদের সম্মান না করে, বাইরের লোকেরা কীভাবে করবে?’

শাহীন ও হারিসের আচরণ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। যোগরাজের দাবি, ‘শাহীন ও হারিস বিনা কারণে তরুণ ভারতীয় ব্যাটারদের গালি দিয়েছেন।


অভিষেক কিছু বলেনি, শুভমানও না। তাহলে এভাবে অশালীন আচরণ করার মানেটা কী? এটা হতাশা নয়, তবে কী?’

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।


এদিকে ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে উসকানিমূলক অঙ্গভঙ্গির অভিযোগ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা অভিযোগ জানিয়েছে সূর্যকুমার যাদবের পেহেলগাম হামলা নিয়ে মন্তব্যের প্রসঙ্গে।


শুনানির পর আইসিসি সূর্যকুমার যাদব ও হারিস রউফকে দোষী সাব্যস্ত করে ম্যাচ ফি-এর ৩০ শতাংশ জরিমানা করেছে। তবে সাহিবজাদা ফারহানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।


শেয়ার করুন