০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:২২:৪২ পূর্বাহ্ন
২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক সামী
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৫
২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক সামী

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৫-২৬-এর নির্বাচনে আবু সাঈদ (প্রশাসন) সভাপতি ও মল্লিক আহসান উদ্দিন সামী (পুলিশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছয় সদস্যের এই নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদটি বাদে বাকি পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা নির্বাচিত হয়েছেন। 


এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ডা. আসিফ রাশেদ (স্বাস্থ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন প্রার্থীর সম্মতির ভিত্তিতে এবং একজন প্রার্থীর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন সদস্য এবং নির্বাচন কমিশনের পাঁচজন সদস্যের সরাসরি গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 


নির্বাহী পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি-১ মো. শরিফুল ইসলাম (কৃষি), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা (স্বাস্থ্য), যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (গণপূর্ত)।


 

সভাপতি আবু সাঈদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব এবং সাধারণ সম্পাদক মল্লিক আহসান উদ্দিন সামী ডিএমপি লালবাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। 


সদ্য নির্বাচিত সভাপতি আবু সাঈদ বলেন, ২৮তম বিসিএস ব্যাচের সামগ্রিক স্বার্থে সবাইকে নিয়ে কাজ করে যেতে চাই। আমাদের চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধা নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাবো। 


এ ছাড়া সহসভাপতি-১ মো. শরিফুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পে অতিরিক্ত উপপ্রকল্প পরিচালক (মনিটরিং), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিট্রিও রেটিনা বিভাগে সহকারী অধ্যাপক, যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক (অডিট অ্যান্ড পেনশন) এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।


শেয়ার করুন