সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে। তবে ধূমপায়ী ও মাদকাসক্তদের এ পদে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে আবদন করতে ২০টি শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে ১৪ নম্বর শর্তে বলা হয়েছে, ‘ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই। ফলে ধূমপায়ী ও মাদকাসক্তদের জন্য এ পদে আবেদন স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
বেতন স্কেল ও বয়স
২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী, ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর, সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শর্তাবলি
আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০টা ৩০ মি.) এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১টা ৫৯ মি.)।
আবেদন ফি পরিশোধসহ সব নির্দেশনা ও ফরম পূরণ অনলাইনে (http://dpe.teletalk.com.bd) সম্পন্ন করতে হবে। ১১২ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে দিতে হবে। ফি পরিশোধের পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।
পরবর্তীতে SMS-এর মাধ্যমে পাঠানো প্রবেশপত্র ডাউনলোডের লিংক ব্যবহার করে আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া ও শর্তাবলি
নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে। চাকরিতে বদলি সীমিত থাকবে। ধূমপান বা মাদকাসক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।
লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীকে সত্যায়িত কাগজপত্রসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রে ভুয়া বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা বাতিল হবে এবং প্রার্থীকে আইনগত ব্যবস্থা আওতায় আনা হবে।
বিশেষ নির্দেশনা
বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেনোনো একটিতে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা অনুযায়ী প্রার্থিতা বিবেচিত হবে।
শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
যোগাযোগ ও সহায়তা
সহযোগিতা প্রয়োজন হলে ই-মেইল ([email protected]) বা টেলিটক কাস্টমার কেয়ার ১২১-এ যোগাযোগ করা যাবে।

