২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৭:৫৭ অপরাহ্ন
স্পেনে 'ভয়ঙ্কর' শিলাবৃষ্টি, হতাহত ৫০
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
স্পেনে 'ভয়ঙ্কর' শিলাবৃষ্টি, হতাহত ৫০

স্পেনের আকাশে ভয়ঙ্কর শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। বিশাল আকৃতির শিলার আঘাতে ২০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। একেকটি শিলার ব্যাস ছিল ৪ ইঞ্চি পর্যন্ত।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের কাতালোনিয়ার জিরোনা অঞ্চলে আঘাত হানে ভয়াবহ এ শিলাবৃষ্টি। মাত্র ১০ মিনিটের শিলাবৃষ্টিতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এ ছাড়া বিশাল আকৃতির শিলার আঘাতে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ সংযোগও।

২০০২ সালের পর এটিই অঞ্চলটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা। একে ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট।

শেয়ার করুন