২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৫:৫০ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
রাজশাহী জেলা পরিষদে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে চারজনসহ ৬১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিন বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।


রাজশাহীর সহকারি রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭৬ জন। তবে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন ৬১ জন প্রার্থী।


এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন চারজন। আর তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৮ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান তিনি।


শহীদুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনিত বীর মুক্তিযোদ্ধ মীর ইকবাল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রবীন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আক্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

শেয়ার করুন