২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:০৩:২১ পূর্বাহ্ন
অঘটনের আশায় সাকিব
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২২
অঘটনের আশায় সাকিব

আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয় সেটি হবে অঘটন। অ্যাডিলেডে আজ ভারতের মুখোমুখি হওয়ার আগে একথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রাক-ম্যাচ কথোপকথনে তিনি বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একই মনোভাব নিয়ে আমরা প্রতিটি ম্যাচ খেলতে চাই। কোনো একটি প্রতিপক্ষের ওপর ফোকাস করতে চাই না। শুধু নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। এই বিশ্বকাপে নিজেদের স্ট্রাইকরেট নিয়ে আমরা চিন্তিত নই।’

তিনি যোগ করেন, ‘বাকি দুটি ম্যাচে ভালো খেলাই আমাদের লক্ষ্য। ভারত ও পাকিস্তানকে যদি হারাতে পারি, সেটি হবে অঘটন। দিনটা যদি আমাদের হয় এবং আমরা ভালো খেলি, তাহলে না জেতার কোনো কারণ দেখছি না। এই বিশ্বকাপেই আয়ারল্যান্ড হারিয়েছে ইংল্যান্ডকে, পাকিস্তানকে জিম্বাবুয়ে। আমরাও যদি তা করতে পারি, আমি খুশি হব।’

আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘আমার মনে হয় মাঠভর্তি দর্শক হবে। ভারত যেখানেই খেলে ভালো সমর্থন পায়। মনে হয় ভালো একটা ম্যাচ হবে। এই ম্যাচে ভারত ফেভারিট। ওরা এখানে এসেছে বিশ্বকাপ জিততে। আমরা বিশ্বকাপ জিততে আসিনি। চেষ্টা করব ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর জন্য।’

শেয়ার করুন