০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৩:৪৬ অপরাহ্ন
টাইগার একাদশে এক পরিবর্তন
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
টাইগার একাদশে এক পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

আগের ম্যাচের জয়ের সুখানুভূতি লেপ্টে আছে টাইগারদের জার্সিতে। সেই উদ্দীপনা নিয়ে আজ মাঠে নেমেছেন সাকিব-মিরাজরা।

টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশনে জোর দিয়েছে। এ কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। হাসান মাহমুদের বদলে খেলবেন নাসুম আহমেদ।

লিটনের সঙ্গে ম্যাচ ওপেন করছেন এনামুল হক বিজয়। ওয়ানডাউনে খেলবেন শান্ত। চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে খেলবেন সাকিব, মুশফিক ও রিয়াদ। পরের দিকে ঝড় তোলবেন আফিফ ও মেহেদী।

বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন মোস্তাফিজ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

শেয়ার করুন