২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:৩৭:২৩ পূর্বাহ্ন
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৩
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। রুটিন চেকআপের জন্য বুধবার  তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। খবর হিন্দুস্তান টাইসমের। 

সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ৭৬ বছর বয়সি সোনিয়ার অবস্থা স্থিতিশীল।

মঙ্গলবার উত্তরপ্রদেশে রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী 'ভারত জোড়ো যাত্রা'য় সাত কিলোমিটার হাঁটার পর নয়াদিল্লি ফিরে আসেন। উত্তরপ্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রাবিরতির পর বুধবার সকাল ৬টায় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' ফের শুরু হয়। পরে মা অসুস্থ জানতে পেরে প্রিয়াংকা ফিরে আসেন। রাহুল আবার যাত্রায় যোগ দেন।

এর আগে গত বছরের ১২ জুন করোনার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

প্রিয়াংকা গান্ধী জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এ নিয়ে টুইটবার্তায় তিনি সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতাও কামনা করেছেন। 

শেয়ার করুন