২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:২১:৪৫ পূর্বাহ্ন
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৩
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ

ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে রাশিয়া। বাল্টিক অঞ্চলের এ দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়ে রাষ্ট্রদূত মারগাস লেইদ্রাকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এস্তোনিয়া নিজ দেশে অবস্থিত রুশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেওয়ার পর রাশিয়া এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেয়। খবর বিবিসি ও আলজাজিরার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এস্তোনিয়া ইচ্ছাকৃতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জটিল করে তুলেছে।

বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়া রাশিয়াভীতি ছড়িয়ে দিচ্ছে এবং মস্কোর বিরুদ্ধে প্রতিদিন শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন