বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ার ম্যাচে নায়ক মেহেদি হাসান মিরাজ। তার ব্যাটে-বলের নৈপুণ্যে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ৭ বল হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ।
দলের জয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় মিরাজ শিকার করেন ৪ উইকেট। তার কারণেই ইংল্যান্ডকে ১১৭ রানে অলআউট করা সম্ভব হয়।
১১৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৪৭ বলে তিন চারে সাজানো ৪৬ রানের অনবদ্য ইনিংসে ৪ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।
দলের জয় নিশ্চিত করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে দুটি ছক্কার সাহায্যে ২০ রান করেন মিরাজ।
ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান। শুধু তাই নয়, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের বিচারে মিরাজই সবচেয়ে ভেলুএবল প্লেয়ার।