২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:০৯:৫৬ অপরাহ্ন
অবিশ্বাস্য ফর্মে শান্ত, আট ম্যাচে ৪ ফিফটি
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৩
অবিশ্বাস্য ফর্মে শান্ত, আট ম্যাচে ৪ ফিফটি

দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (৫৮, ০, ৫৩) দুটি ফিফটি হাঁকান তিনি। 

ইংরেজদের বিপক্ষে এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক ব্যাটিংয়ে (৫১, ৪৬* ৪৭*) ১৪৪ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতে নেন তরুণ এই তারকা ওপেনার। 

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ ভালো খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে শনিবার প্রথম ওয়ানডেতে ২৫ রান করেন শান্ত।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ফেরেন শান্ত। 

সবশেষ ৮ ম্যাচে (৫৮, ০, ৫৩, ৫১, ৪৬*, ৪৭*,  ২৫ ও ৭৩) চারটি ফিফটির সাহায্যে ৪৪.১২৫ গড়ে ৩৫৩ রান করেছেন শান্ত।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে স্কোর বোর্ডে ৪২ রান জমা করে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ৩১ বলে ২৫ রান করে সাজঘরে ফেরার আগে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। 

তামিম আউট হওয়ার পর লিটন কুমার দাস ফিফটি পূর্ণ করার মধ্য দিয়ে ওয়ানডেতে দেশের নবম ক্রিকেটার হিসেবে ২ হাজারি ক্লাবের সদস্য হন।

২৫.৬ ওভারে দলীয় ১৪৩ রানে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ৭১ বলে তিন চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস। 

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের রেকর্ড গড়ে ১৮৩ রানের রেকর্ড জয়ের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন সাকিব আল হাসান। সোমবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। এদিন তিনি ফেরেন ১৯ বলে দুই চারে ১৭ রানে।

সাকিব আউট হওয়ার পর উইকেটে বেশি সময় টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩২.২ ওভারে দলীয় ১৯০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন শান্ত। তার আগে ৭৭ বলে তিন চার আর দুই ছক্কা করেন ৭৩ রান। 

শেয়ার করুন