০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৫:০৭ অপরাহ্ন
মেয়রের ঈদ উপহার পেল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৩
মেয়রের ঈদ উপহার পেল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী

রাজশাহীর বাঘা পৌর এলাকার ,বুদ্ধি ও অটিষ্ট্রিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর পক্ষ থেকে ঈদের উপহার তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে পৌর মেয়র আক্কাছ আলী নিজে প্রতিবন্ধী শিক্ষার্থী-অভিভাবকের হাতে তার উপহার তুলে দেন। উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার, পৌর সভার প্রানেল মেয়র-২ শফিকুল ইসলাম,কাউন্সিলর মমিনুল হক, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ মিঞা,পরিচালক সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম জানান,ঈদ উপহারের প্যাকেজে ছিল- চাল,লাচ্চা,চিনি,দুধ ও মসলা ।

শেয়ার করুন