২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৩:৫০ অপরাহ্ন
এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৩
এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মহাখালীতে ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকোর সামনে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

ওই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।

আবদুল কাদের নামে এক পথচারী জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে আসা একটি রডটি ওই শিশুর মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক ফুটেরও বেশি লম্বা রড মাথায় গাঁথা অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।

তিনি বলেন, হাসপাতালে আনার পরও শিশুটি বেঁচে ছিল। চিকিৎসকেরা জরুরি ব্যবস্থা নেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে মারা যায়।

পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।

হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী মুরাদ হোসেন বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখি। তার বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।

বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন