২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:২১:২৮ পূর্বাহ্ন
তামিম-তাসকিনের জন্য হাথুরুসিংহের অপেক্ষা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৩
তামিম-তাসকিনের জন্য হাথুরুসিংহের অপেক্ষা

গত রোববার পিঠের পুরোনো ব্যথা নিয়ে অনুশীলন করেছিলেন তামিম ইকবাল। গতকাল বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন না করায় একটা দিন বিশ্রাম পেয়েছেন। তবে আজ সকালে নেটে ২০ থেকে ২৫ মিনিট ব্যাটিং করেছেন এবং সেটা একটু সতর্কতার সঙ্গেই। সামনের পায়েই বেশি খেলছিলেন, ব্যাকফুটে যাচ্ছিলেন না বললেই চলে। এরপর ফিল্ডিং অনুশীলনও করার কথা তামিমের।


কাল মিরপুরে শুরু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে তামিম থাকবেন কি না, সেটি নির্ভর করছে আজ অনুশীলনের পর তিনি কেমন অনুভব করেন, তার ওপর। মিরপুরে আজ সকালে টেস্ট–পূর্ব সংবাদ সম্মেলনে সেটাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শেরেবাংলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আজ সে অনুশীলন করবে এবং দেখবে কেমন অনুভব করে। আগের দিন অনুশীলনের সময় সে কিছুটা অস্বস্তি বোধ করেছিল। আজও অনুশীলন করবে। অনুশীলন শেষে আমরা তার অবস্থা দেখব।’

চোট থেকে ফেরা পেসার তাসকিন আহমেদকে দলের সঙ্গে রাখা হয়েছে মূলত অনুশীলনের জন্য। যদিও প্রধান কোচ বলেছেন, তাসকিন খেলার জন্য প্রস্তুত, ‘তাসকিন এখন পর্যন্ত দারুণ অনুশীলন করেছে। আমি মনে করি শারীরিকভাবে সে সেরা অবস্থায় আছে। আমরা যদি সিদ্ধান্ত নেই সে খেলবে, তাহলে সে খেলার জন্য প্রস্তুত আছে। খেলা থেকে কোনো কিছুই তাকে থামিয়ে রাখছে না। এখন তার কোনো চোট নেই।’

তাসকিনের চোটের চেয়ে কোচের দুশ্চিন্তাটা বেশি তাঁর বোলিং ওয়ার্কলোড নিয়ে। তাসকিন সবশেষ ম্যাচ খেলেছেন গত ৩১ মার্চ, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। আর সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। 

এটা মাথায় রেখেই তাসকিনের খেলা নিয়েও নিশ্চিত কিছু বললেন না হাথুরুসিংহে, ‘বোলিং ওয়ার্কলোডটাই দুশ্চিন্তার কারণ। তাকেও আমরা আজকের অনুশীলন শেষে দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুন