২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৫৭:১৮ পূর্বাহ্ন
ইউক্রেনের পালটা হামলায় রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
ইউক্রেনের পালটা হামলায় রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত

রুশ বাহিনীর বিরুদ্ধে ‘পালটা আক্রমণ’ চলছে ইউক্রেনীয় সেনাদের। এর মধ্যেই ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক জানিয়েছেন ইউক্রেনে থাকা রুশপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রোগব।


মঙ্গলবার দখলকৃত দক্ষিণ জাপোরিঝিয়ায় নিযুক্ত রুশপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রোগব এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘রাশিয়ার ৩৫তম সেনাবাহিনীর চিফ অব স্টাফ রুশ মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভ একদিন আগে জাপোরিঝিয়ার ফ্রন্টলাইনে নিহত হয়েছেন। সেখানে ইউক্রেনের যোদ্ধারা কিছু এলাকা পুনরুদ্ধার করছে।’


নিহতের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্লাদিমির রোগব একজন চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি একটি ব্রিগেডের নেতৃত্বও দিয়েছেন। মলদোভার বিচ্ছিন্ন রুশপন্থি অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়াতে মস্কো বাহিনীর দায়িত্ব পালন করেছেন তিনি।


গত এক বছরের মধ্যে প্রথম কোনো রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর খবর এলো। 


এদিকে পালটা আক্রমণে রাশিয়ার সেনাবাহিনীর দখলে থাকা সাতটি গ্রাম পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে এ দাবি করেছেন। হান্না মালিয়ার লিখেছেন— সাতটি বসতি মুক্ত করা হয়েছে। সব বসতি জাপোরিঝিয়া ও ডনেস্ক অঞ্চলের। 

শেয়ার করুন