০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৯:০৪ অপরাহ্ন
তানোরে এমপি ফারুক চৌধুরীকে সংবর্ধনা
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৪
তানোরে এমপি ফারুক চৌধুরীকে সংবর্ধনা

রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় ফারুক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁন্দুড়িয়া আবু বক্কর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এসংবর্ধনা দেয়া হয়।


এসময় উক্ত অনুষ্ঠানে চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন