২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৭:৪৪:১৯ অপরাহ্ন
শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সেলোনার জয়
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৪
শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সেলোনার জয়

এদিকে আগের দিন রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলে সেলতা ভিগোর মাঠ থেকে ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটি পেনালটি থেকে জয়সূচক গোলটি করেন লেওয়ানডোস্কি।


সেটিও বেশ নাটকীয়ভাবে। লেওয়ানডোস্কির শট শুরুতে ঠেকিয়ে দিয়েছিলেন সেলতা ভিগোর গোলকিপার। তবে শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে গোলকিপার বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান পোলিশ ফরোয়ার্ড।


এবার আর লক্ষ্যভেদে ভুল করেননি লেওয়ানডোস্কি। এর আগে ৪৫ মিনিটে পোলিশ তারকাই এগিয়ে দিয়েছিলেন বার্সাকে। ৪৭ মিনিটে ইগো আসপাস সেই গোল ফিরিয়ে দিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সাই হাসে জয়ের হাসি।


ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘অস্বস্তিকর জয় এটি, তবে জয়টি আমাদের প্রাপ্য ছিল।’ আরেক ম্যাচে লাস পালমাসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের চারে থাকা আতলেতিকো মাদ্রিদ। 


একই দিনে নঁতেকে ২-০ গোলে হারিয়ে ফরাসি লিগের শিরোপা দৌড়ে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। ৬০ মিনিটে লুকাস হার্নান্দেজ পিএসজিকে এগিয়ে দেওয়ার পর বদলি হিসাবে নেমে ৭৮ মিনিটে নিজের আদায় করা পেনালটি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে।


মৌসুম শেষে দলবদলের সিদ্ধান্ত ক্লাবকে জানিয়ে দেওয়ার পর এটাই ছিল ফরাসি ফরোয়ার্ডের প্রথম ম্যাচ। বুন্দেসলিগায় এদিন হেইডেনহেইমকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বেয়ার লেভারকুসেন।


ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে চেলসি। আরেক ম্যাচে বার্নলির বিপক্ষে ৫-০ গোলের জয়ে সিটিকে তিনে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।


শেয়ার করুন