২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৬:১৪ পূর্বাহ্ন
নয়াপল্টনে বিএনপির নয়া সকাল
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৪
নয়াপল্টনে বিএনপির নয়া সকাল

কাল সারা রাত ঘুমাতে পারি নাই। এখনো পর্যন্ত চোখে ঘুম নাই। টিভিতে সরকার পতনের সংবাদ দেখে আনন্দে চোখে পানি চলে আসছে। এমন ঘটনা আগে আমার জীবনে ঘটে নাই।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের পত্রিকার কাছে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন গাইবান্ধার আঙুর মিয়া। জাতীয়তাবাদী রিকশা শ্রমিক আন্দোলনের নেতা আঙুর মিয়ার চাওয়া দেশে গণতন্ত্র ফিরে আসুক। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সেখানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও জাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে প্রায়শই অবরুদ্ধ থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। 



শেয়ার করুন