বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রায় সাত বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
২০১৭ সালে আবদুস সালামের আবেদনে মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়। সেই রুলই যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।
মামলার অন্য দুই আসামি ছিলেন একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও চ্যানেলটির জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার। আদালতে আবদুস সালামের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। এ সময় তারেক রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল ছিলেন।
রায়ের পর শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, এ মামলার আইনি কোনো ভিত্তি চিল না। রুলের চূড়ান্ত শুনানি করে মামলাটি সব আসামির ক্ষেত্রে বাতিল করেছেন।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা করতে যেসব আইনি উপাদান লাগে, এ মামলার ক্ষেত্রে সে ধরনের কোনো উপাদান ছিল না। রাষ্ট্রদ্রোহের মামলা করতে হয় ম্যাজিস্ট্রেট আদালতে। এ মামলা করা হয়েছিল থানায়। ফরে আইনগতভাবে এ মামলা চলতে পারে না। রাষ্ট্রপক্ষ ও বিবাদীপক্ষের আইনজীবীদের শুনে পুরো মামলাটিই বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।