২৯ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৫:৩৭:১৬ পূর্বাহ্ন
রাণীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণে কৃষকদের মাঝে উচ্ছ্বাস
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৪
রাণীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণে কৃষকদের মাঝে উচ্ছ্বাস

নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাণীনগর উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, এবং রাণীনগর টিটিডিসি সোনালী ব্যাংক শাখা ম্যানেজার মামুনুর রশিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


 কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, মুগ, খেসারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম চাষে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য মোট ৬,২৮০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হবে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই কর্মসূচির আওতায় গম চাষে ৪০০ জন, ভুট্টা চাষে ১১০ জন, সরিষা চাষে ৫,৫৮০ জন, সূর্যমুখী চাষে ২০ জন, চীনাবাদাম চাষে ১০ জন, শীতকালীন পেঁয়াজ চাষে ৬০ জন, মসুর চাষে ৬০ জন, মুগ চাষে ৩০ জন, এবং খেসারী ডাল চাষে ৩০ জন কৃষক বিনামূল্যে এই কৃষি উপকরণ পাবেন।


উদ্বোধনী বক্তব্য ও কৃষকদের আশাবাদ: অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, তারা কৃষকদের আরও উদ্দীপিত হওয়ার আহ্বান জানান এবং জানান, এই ধরনের সহায়তা কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।


কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উচ্ছ্বসিত এবং এই সহায়তা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।







শেয়ার করুন