০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১০:০০:৫৯ অপরাহ্ন
শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৪
শিরোপার লড়াইয়ে ৮১ রানে ৬ উইকেট হারাল ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। আগে ব্যাট করে  ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশ যুব দল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে টাইগার যুবারা। 


অন্যদিকে ভারতীয় যুব দলও চেষ্টা করছে শিরোপা নিজেদের করে নিতে। ৩০০ বলে ১৯৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২৪ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর দলীয় ৪৪ রানে হারায় তৃতীয় উইকেট।


এরপর দলের হাল ধরেন কেপি কার্তিক আর অধিনায়ক আমান। এই জুটিতে তারা ২৯ রান যোগ করেন। এরপর শূন্য রানের ব্যবধানে ভারত পরপর দুই উইকেট হারায়। দলীয় ৮১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। 


এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৪.২ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান। 


রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে।


১৬৭ রানেই ৮ উইকেট হারানো বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। অন্য প্রান্তে কালাম সিদ্দিকী অবশ্য রান বের করতে পারছিলেন না। যুধাজিতের বলে আউট হন ১৬ বলে ১ রান করে। জাওয়াদও আউট হন পাওয়ার প্লে শেষ হতেই, ২০ রান করে। 


দলের সবচেয়ে বড় তারকা আজিজুল হাকিমও বড় ইনিংস খেলতে পারেননি। ১৬ রানে আউট হয়েছেন। আজিজুলের উইকেট বড় ধাক্কা হয়ে আসে বাংলাদেশের ব্যাটিং বিভাগে। কারণ এই টুর্নামেন্টে ব্যাট হাতে বাংলাদেশকে অনেকটা একাই টানছিলেন তিনি। 


শেয়ার করুন