২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৩২:২৩ পূর্বাহ্ন
সড়কের পাশে সবজি চাষ
  • আপডেট করা হয়েছে : ২৪-১০-২০২২
সড়কের পাশে সবজি চাষ

জয়পুরহাট-হিলি সড়কের উভয় পাশে বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে। রাস্তার পাশে বসবাস করা ভূমিহীন ও গরিব লোকজন সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং পরিবারে সবজি চাহিদাও মেটাচ্ছেন।


চাষ করা সবজির মধ্যে রয়েছে— কলা, সজনা, তিল, লাউ, সিম ও মাশকালাইসহ বিভিন্ন ফলদ গাছ।


বাড়িতে লালন-পালন করা গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য অনেকে আবার গোখাদ্য হিসাবে বিদেশি জাতের ঘাস চাষ করছেন।


অনেকেই বাজারে এসব গোখাদ্য ও সবজি বিক্রয় করেন বাড়তি লাভের আশায়।


উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভূমিহীন সাইফুল ইসলাম সড়কের দুপাশে প্রায় ৩০০ মিটার জমিতে বিদেশি ঘাস চাষ করেছেন।


আশরাফ হোসেন বাগজানার চম্পাতলী এলাকায় বাঁশ ও সুতা দিয়ে নেট বানিয়ে সিম ও কদু চাষ করছেন। কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনেকখানি এলাকাজুড়ে মাশকালাই চাষ করেন এলাকার রিয়াজ উদ্দিন।

 




শিমুলতলীর আব্দুল হাকিম সড়কের উভয় পাশে বিদেশি ঘাস চাষ করেন। নিজের গরু-ছাগলকে খাওয়ান এবং বাজারে বিক্রয়ও করেন।


জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাস্তার নিরাপদ দূরত্বে বন বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন এনজিও গাছ লাগায় কিন্ত প্রাপ্তবয়সে ওইসব গাছ কাটতে অনুমতির প্রয়োজন হয়।




গাছ ও সবজি চাষ করলে এসবের শিকড়ের কল্যাণে বর্ষার পানিতে রাস্তার ধারের মাটি ক্ষয় কম হয়।  এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো জায়গা যেন পতিত না থাকে।

শেয়ার করুন