১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৫:৪২ অপরাহ্ন
রংপুরে দরিদ্র শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
রংপুরে দরিদ্র শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়।


রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলী, চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডিরেক্টররা এবং রিলিফ উপ-পরিষদের সদস্যরা দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করেন। ঢাকা চেম্বার ৪০০ এবং রংপুর চেম্বার ৬০০ কম্বল সরবরাহ করে, যা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা উপ-পরিষদের আহ্বায়ক এবং চেম্বারের পরিচালক মো. তাইফুর রহমান। আরও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মো. হারুন-অর-রশিদ, মো. সাইফুল আলম, হাসান মাহবুব আখতার, মো. আজিজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন রিপন, মো. সাবিহুল হক, মো. সানোয়ার হোসেন এবং রিলিফ উপ-পরিষদের সদস্য মো. জাবের হোসেন নোবেল ও মো. মজিবর রহমান।


এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম দরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন