১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ০৫:২৫:০৬ পূর্বাহ্ন
ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা ৫৩ শতাংশ আমেরিকানের
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৫
ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা ৫৩ শতাংশ আমেরিকানের

ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। 


মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বর্তমানে ৫৩ শতাংশ আমেরিকান ইসরাইলের প্রতি ‘অসন্তুষ্ট’ বা ‘নেতিবাচক’ দৃষ্টিভঙ্গি রাখেন। ২০২২ সালের মার্চে করা সর্বশেষ অনুরূপ জরিপে এই হার ছিল ৪২ শতাংশ।


বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।


দলীয় বিভাজনের দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা গেছে।  জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বর্তমানে ইসরাইলকে নেতিবাচকভাবে দেখছেন, যা ২০২২ সালে ছিল ৫৩ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে এই হার ৩৭ শতাংশ, যা আগের জরিপে ছিল ২৭ শতাংশ।


পিউ রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে সব বয়সের ডেমোক্র্যাটদের মধ্যেই ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে, তবে বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ৯ পয়েন্ট বেড়েছে, সেখানে বয়স্কদের মধ্যে তা ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। 


অপরদিকে, রিপাবলিকানদের মধ্যেও এই পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। ৫০ বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে বর্তমানে ৫০ শতাংশ নেতিবাচক এবং ৪৮ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথচ ২০২২ সালে এই অনুপাত ছিল যথাক্রমে ৩৫ ও ৬৩ শতাংশ।


ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনিদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলছেন, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের ‘সামান্য’ কিংবা ‘একেবারেই’ আস্থা নেই। মাত্র ৩২ শতাংশ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। যদিও এই হার গত বছরের কাছাকাছি, তবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে নেতানিয়াহুর ওপর আস্থা না রাখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে পিউ।


জরিপে আরও উঠে এসেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে মার্কিনিদের ব্যক্তিগত আগ্রহও কমে যাচ্ছে। 


গত জানুয়ারিতে যেখানে ৬৫ শতাংশ বলেছিলেন, এই যুদ্ধ তাদের কাছে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বা ‘কিছুটা গুরুত্বপূর্ণ’, সেখানে সর্বশেষ জরিপে সেই হার নেমে এসেছে ৫৪ শতাংশে।


শেয়ার করুন