গত ১৫ জুলাই মা হয়েছেন কিয়ারা আদভানি। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বাবা হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। জন্মদানের পর সন্তানকে খুব নিরাপদে বাড়িতে নিয়ে এসেছেন এ তারকা দম্পতি।
সন্তানের মুখ প্রকাশ করেননি এখনও। অন্যান্য বলিউড তারকাদের মতো এই জুটিও ক্যামেরার লাইমলাইট থেকে সন্তানকে দুরে রাখছেন। তবে এরইমধ্যে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় ফেলে দিয়েছে। যা দেখে অবাক হচ্ছেন ভক্ত অনুরাগীরাও!
বিটি সালমান খানের ফ্যান ক্লাবের শেয়ার করা ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাত সন্তানের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
তাদের সঙ্গে পোজ দিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খানও। আর এই ছবি ভাইরাল হতেই একদিকে যেমন উচ্ছ্বসিত অনুরাগীরা, অন্যদিকে প্রশ্ন তুলেছেন নেটিজেনরাও। জন্মের একমাস আগেই সন্তানের ছবি প্রকাশ্যে আনবেন এ জুটি, এমনটা বিশ্বাস করতে নারাজ অনেকেই।
তবে জানা যাচ্ছে, আসলে এই ছবিটি ভুয়া।
ছবিটি এমন ভাবে এডিট করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন কিয়ারা, সিদ্ধার্থ এবং সালমান খান একটি শিশু কন্যার সঙ্গে পোজ দিচ্ছেন। বাস্তবে, ছবিতে থাকা শিশুটি তারকা দম্পতির মেয়ে নয়। এই ছবির কোনও সত্যতা নেই। সিড-কিয়ারার মেয়েকে দেখার অপেক্ষা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়।
১৬ জুলাই সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা তাদের সন্তান আগমনের সুখবর জানান।
তবে তারকা দম্পতি তাদের সন্তানকে মিডিয়ার সামনে আনতে রাজি নন। পাপারাৎজিদের কাছে মেয়ের ছবি না তোলার জন্যও অনুরোধ জানিয়েছেন তারা। বাচ্চাদের নিয়ে যে গোপনীয়তা বজায় রাখেন বিরাট কোহলি-আনুশকা শর্মা থেকে শুরু করে অন্যান্য তারকা জুটিরা। কিয়ারা-সিদ্ধার্থও হয়তো সেটাই চাইছেন। তাই এই জুটির সন্তানকে দেখার অপেক্ষাটা দীর্ঘই হতে যাচ্ছে ভক্তদের জন্য।