১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৯:১৬:১৮ পূর্বাহ্ন
গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৬
গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত

দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিন, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

দলীয় নেতারা এ সময় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

জানা গেছে, জানাজা শেষে মুছাব্বিরের মরদেহ তার বাসভবনে নেওয়া হবে। পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর তেজগাঁও এলাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ সংলগ্ন তেজতুরি বাজারে স্টার কাবাবের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুছাব্বির।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩ থেকে ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন