১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৯:১২:১৯ পূর্বাহ্ন
তামিমকে নিয়ে মন্তব্য করা পরিচালককে কারণ দর্শাতে বলেছে বিসিবি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৬
তামিমকে নিয়ে মন্তব্য করা পরিচালককে কারণ দর্শাতে বলেছে বিসিবি

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে চলমান আলোচনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ ইস্যুতে আরও চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে সেই বক্তব্যকে কেন্দ্র করে বিসিবির অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

এই মন্তব্যের জেরে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রোববার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি লিখেছেন। আমরা তাকে একটি রিজয়েন্ডার দিতে বলেছি। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তামিম যে পারফর্ম করেছে, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা এবং সম্মান দেখানো উচিত ছিল।”

‘রিজয়েন্ডার’ দেওয়া মানে কারণ দর্শানোর নোটিশ কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “হ্যাঁ।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিসিবির আসন্ন বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হবে। আগামী ২৪ জানুয়ারি সম্ভাব্য বোর্ড সভায় এ ইস্যু উত্থাপন করা হবে বলে জানান তিনি। বিসিবি সভাপতি বলেন, “তিনি নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে।”

শেয়ার করুন